সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: প্রধান উপদেষ্টা

পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না। নতুন দেশ গঠনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছু থাকবে না।

বেলা ১১টার দিকে পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

বৈঠকে অংশ নেন ৬৪ জেলার পুলিশ সুপার, প্রতিটি রেঞ্জের ডিআইজি, প্রতিটি মহানগর পুলিশ কমিশনার, মহানগরের ক্রাইমের সকল ডিসি, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি, অতিরিক্ত আইজিপি।

Check Also

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

শেরপুর নিউজ ডেস্ক: অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =

Contact Us