সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান

কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বসেছিল ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’- এর আয়োজন। সেখানে পুরস্কৃত হয়েছেন ঢাকার অভিনেত্রী জয়া আহসান। ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতার ম্যারিয়ট হোটেলের এই অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। কলকাতার অভিনয়শিল্পী ও ফ্যাশন আইকনরা ঝাঁক বেঁধে হাজির হন সেখানে।

পুরস্কারে হটস্টেপার অব দ্য ইয়ার (পুরুষ) হয়েছেন অর্জুন চক্রবর্তী ও (নারী) রুক্মিনী মৈত্র। ওমেন অব স্টাইল অ্যান্ড সাবসট্যান্স হিসেবে পুরস্কৃত করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই শাখার পুরস্কৃত পুরুষ আবীর চট্টোপাধ্যায়। ফিট অ্যান্ড ফেবুলাস শাখার দুই নারী-পুরুষ হলেন পাওলি দাম ও টোটা রায় চৌধুরী। মোস্ট গ্লামারাস ইয়ুথ আইকন স্বৈরসিনী মৈত্র ও বিক্রম চট্টোপাধ্যায়। মোস্ট স্টাইলিস্ট স্টার জিৎ গাঙ্গুলী ও শুভশ্রী গাঙ্গুলী।

এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। গত সন্ধ্যায় অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, ‘এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

এই সন্ধ্যায় জয়া পরেছিলেন একটি জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এই গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।জয়া আহসানের পুরস্কারপ্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন ঢাকার সহকর্মীরা।

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

Check Also

আমাদের সিনেমা-সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে – শাকিব খান

  শেরপুর নিউজ ডেস্ক: আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 13 =

Contact Us