সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সামনে বড় চ্যালেঞ্জ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সামনে বড় চ্যালেঞ্জ

 

 

শেরপুর নিউজ ডেস্ক:
এবারের ঈদে মুক্তি পাচ্ছে বেশকিছু হাই ভোল্টেজ সিনেমা। এ সিনেমাগুলোর অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলেন দর্শক। এর মধ্যে রয়েছে- শাকিব খান-ইধিকার ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জার ‘দাগি’, সিয়াম আহমেদ-বুবলী-দীঘির ‘জংলি’, মোশাররফ করিমের ‘চক্কর’। এরমাঝেই মুক্তি পাচ্ছে তুলনামূলক কম বাজেটের ছবি ‘জিন ৩’।

জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া। ‘জিন’ সিরিজে এবারই প্রথম অভিনয় করেছেন ফারিয়া। সেদিক থেকে এবারের ঈদের এ সিনেমা হতে চলেছে তার জন্য বড় চ্যালেঞ্জের। কারণ, একে তো রয়েছে একাধিক বড় বাজেট ও আয়োজনের তারকাসমৃদ্ধ সিনেমা, অন্যদিকে, এসব ছবিতে অভিনেত্রীর মধ্যে রয়েছেন তমা মির্জা, বুবলী, ইধিকাদের মতো পরীক্ষিত ও সফল অভিনেত্রীরা। এরমাঝেই এগিয়ে যেতে হবে ‘জিন ৩’ ও নুসরাত ফারিয়াকে। এখন পর্যন্ত চলচ্চিত্রের ক্যারিয়ারে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বড় সাফল্য ধরা দেয়নি।

অন্যদিকে ‘জিন’ এর আগের দু’টি সিনেমার ফলাফলও গড়পড়তা। সেদিক থেকে ফারিয়া সজলকে নিয়ে ঈদে কতোটা উতরে যেতে পারেন সেটাই দেখার বিষয়। যদিও ফারিয়া জানিয়েছেন, এ ছবিটি তার ক্যারিয়ারেরই সবচেয়ে ভিন্নধর্মী ছবি। ভৌতিক এ ছবিতে অন্যরূপে দেখা মিলবে তার। তিনি দর্শকদের বিপুল সাড়া পাওয়ারও আশাবাদ ব্যক্ত করেছেন।

Check Also

আমাদের সিনেমা-সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে – শাকিব খান

  শেরপুর নিউজ ডেস্ক: আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Contact Us