সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাজ নয় : সাবেক মন্ত্রী টুকু

স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাজ নয় : সাবেক মন্ত্রী টুকু

 

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনোদিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী ভবনের হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, অনেক সময় চলে গেছে। আপনারা কোনো সংস্কারই করতে পারেননি। শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি। সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, নতুন কোনো রাষ্ট্রের জন্ম হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদের নির্বাচন করতে হয়। কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যেখানে সংবিধান রয়েছে যা আমাদের রাষ্ট্রের বুনিয়াদ।

সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত জাতীয় সংসদই বিদ্যমান সংবিধানের সংশোধন করবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কে এম রায়হান উদ্দিন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোটের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শফিকুর হায়দার (রফিক সরকার) প্রমুখ।

Check Also

কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না: ইশরাক হোসেন

শেরপুর নিউজ ডেস্ক: কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us