সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে রিজভীর প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে রিজভীর প্রশ্ন

 

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-অগাস্টের গণআন্দোলনের মধ্যে বিভাজনরেখা তৈরি করছেন।

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, “জুলাই-অগাস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটি বিএনপির নেতৃত্বে ১৫ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ। এই দীর্ঘ আন্দোলনের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই— অনেককে অদৃশ্য করা হয়েছে। কারণ তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এজন্যই তারা জীবন দিয়েছেন। যার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা শিশু, তরুণ, কিশোরদের আত্মত্যাগের মাধ্যমে দেখেছি, যারা জুলাই-অগাস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।”

তিনি বলেন, “উপদেষ্টা সাহেবদের জিজ্ঞাসা করতে চাই, কেন আপনারা ১৫-১৬ বছরের আন্দোলন ও জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্যে বিভাজনরেখা টানছেন? এই আন্দোলন তো একসঙ্গে প্রবাহিত রক্তস্রোত, যা একই মোহনায় গিয়ে মিশেছে। এই গণজোয়ারের কারণেই শেখ হাসিনা আজ পালিয়ে গেছেন।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “আপনারা যে কয়দিন দায়িত্বে আছেন, মানুষের কল্যাণে কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা। মোটা চাল ৫৬-৫৭ টাকা, বিআর-২৮ চাল ৬২-৬৫ টাকা। এসব বিষয়ে নজর দিন।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “ড. ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা। জনগণের একটি গভীর বিশ্বাস আপনার প্রতি রয়েছে যে, আপনার হাত ধরেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। আপনি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন— এই প্রত্যাশা সবাই করছে। কিন্তু যদি গড়িমসি করা হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।”

তিনি আরও বলেন, “একজন উপদেষ্টা ছাত্রদের বলেছেন, ‘তোমরা যেভাবে আমাদের চালাচ্ছ, এভাবে পাঁচ বছর চললে দেশ আরও সুন্দর হবে।’ তার মানে, নির্বাচনের দরকার নেই? গণতন্ত্রের মূল ভিত্তি— আইনের শাসন, ন্যায়বিচার, সংবাদপত্রের স্বাধীনতা— এগুলো কি বিলীন হয়ে যাবে? আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, এসব কারণেই তো লড়াই চলছে। আপনাদের কথাবার্তায় যেন ফ্যাসিবাদ বা একনায়কত্বের ইঙ্গিত না থাকে।”

সারাদেশে ধর্ষণের ঘটনায় দোষীদের বিচার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় নারীরা একের পর এক নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। যারা গুম-খুন-হত্যা চালিয়েছে, তারাই তখন রক্ষকের ভূমিকায় ছিল।

“আজ আমরা এমন একজনের কাছে দায়িত্ব তুলে দিয়েছি, যাকে শান্তির প্রতীক হিসেবে দেখি। আমরা আশা করছি, ড. ইউনূসের নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে, আমাদের মা-বোনেরা সুরক্ষিত থাকবে, সবাই মুক্তভাবে কথা বলতে পারবে।”

রিজভী বলেন, “জনপদে জনপদে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা শেখ হাসিনার দুঃশাসনের ফসল। এই দুঃশাসনের বিকৃত ফসলের মূল উৎপাটন করে সমাজকে পবিত্র রূপে প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি আশা করি।”

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এই সমাবেশে আরও বক্তব্য দেন হেলেন জেরিন খান, জেবা খানসহ মহিলা দলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Check Also

কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না: ইশরাক হোসেন

শেরপুর নিউজ ডেস্ক: কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =

Contact Us