সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / দুই ছেলেকে লাল-সবুজের জার্সিতে দেখতে চান হামজা

দুই ছেলেকে লাল-সবুজের জার্সিতে দেখতে চান হামজা

শেরপুর নিউজ ডেস্ক: সাকিব আল হাসানের সঙ্গে তার তুলনায় আপত্তি হামজা চৌধুরীর। সোমবার দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেটে এসে পৌঁছেন বাংলাদেশি বংশোদ্ভূত ২৭ বছর বয়সি এই ব্রিটিশ ফুটবলার। হবিগঞ্জের বাহুবলে স্নানঘাটে পৈতৃক নিবাসে যান তিনি। সেখানেও মানুষের ভালোবাসায় সিক্ত এই মিডফিল্ডার গণমাধ্যমের মুখোমুখি হন।

এক প্রশ্নের উত্তরে হামজা বলেন, ‘আমার মনে হয় না যে, আমি সাকিব আল হাসানের পর্যায়ে পৌঁছাতে পেরেছি। সাকিব অনেক বছর ধরে খেলছেন বিশ্ব পর্যায়ে। তাই তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।’ হামজা স্পষ্ট করে দেন সাকিবের সঙ্গে তুলনায় তার আপত্তি।

আরেক প্রশ্নের উত্তরে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা ঝাঁকড়া চুলের হামজা জানান, তিনি চান তার দুই ছেলে যেন লাল-সবুজ জার্সি গায়ে খেলে। মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হামজা বলেন, ‘আমার মনটা আনন্দে ভরে গেছে। এই ভালোবাসা অবিশ্বাস্য।’ তিনি বলেন, ‘আফনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি। আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ জিন্দাবাদ।’

এবার এসে কেমন লাগছে? হামজার উত্তর, ‘আমেজিং, আমেজিং। অনেকদিন পর এলাম। রোমাঞ্চ বোধ করছি।’ আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম মাঠে নামার কথা হামজার। তার আশা, লাল-সবুজের জার্সিতে জয় দিয়ে শুরু করবেন তিনি।

 

Check Also

কিউইদের কাছে এবারও হেরে গেল পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক: বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি দল গঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nineteen =

Contact Us