শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. জান্নাতুল ফেরদৌস (৪৭) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ওই ব্যবসায়ীরে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জান্নাতুল ফেরদৌস কৃষ্ণপুর গ্রামেরই মো. আব্দুস সামাদ (গাজি) এর ছেলে। তার বিরুদ্ধে ইতিপুর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।