শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হবিবর রহমান মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে ২০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে পরকীয়া প্রেমিক জয়তারা বেগমকে ডেকে নিয়ে হত্যা করে প্রেমিক হাবিবর রহমান মন্ডল। পরে তার লাশ মাঠে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার হাবিবর রহমান স্বীকারোক্তিমূলক জবনবন্দী দেয়। দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।