সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আমাদের সিনেমা-সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে – শাকিব খান

আমাদের সিনেমা-সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে – শাকিব খান

 

শেরপুর নিউজ ডেস্ক:
আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে সিনেমাটির টিজার এবং গান প্রকাশ্যে এসেছে। যা নিয়ে দর্শকদের আগ্রহ আগের চেয়ে আরও বেড়ে গেছে। শুধু দেশেই নয়, বিদেশি দর্শকরাও নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছেন।

শাকিব বলেন, ‘বরবাদ’র টিজার-গান প্রকাশের পর থেকে দেশে-বিদেশে মানুষের ভালো লাগার জায়গা তৈরি করে নিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। আগে আমাদের দেশীয় কোনো সিনেমার রিভিউ শুধু দেশের মানুষই দিতো, কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি, বিশ্বব্যাপী আমাদের গানের ট্রেলার-টিজার যেভাবে ছড়িয়ে পড়ছে এবং সবাই রিভিউ করছে, সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড- যেকোনো ধর্মের যেকোনো বর্ণের সকল মানুষই কিন্তু রিভিউ দিয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তানের শত শত মানুষ আমাদের সিনেমা দেখছে, রিভিউ করছে। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভালোবাসা দেন আমাকে, এখন বিশ্বব্যাপী সমানতালে ভালোবাসা পাচ্ছি। বোঝাই যাচ্ছে, আমাদের সিনেমা-সংস্কৃতি নিয়ে তাদের আগ্রহের জায়গাটা বেড়ে গেছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে নিয়ে, আমাদের সিনেমা-সংস্কৃতি নিয়ে সামনে এগিয়ে যাবো এবং সমস্ত অপশক্তিকে রুখে দাঁড়াবো। এদিকে, শাকিবের হাত ধরে শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল কসমেটিক্ধসঢ়;‌স ও স্কিন কেয়ার বাংলাদেশের মার্কেটে প্রবেশ করলো। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এমন সুখবর দেন রিমার্কের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান। এ অনুষ্ঠানে শাকিবের পাশাপাশি উপস্থিত ছিলেন- অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল, দেশসেরা ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম।

Check Also

হেমা মালিনীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ গড়াল থানা পর্যন্ত

শেরপুর নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিতে গিয়ে বিপাকে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 16 =

Contact Us