শেরপুর নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামী সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ ইসলামী দল বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল। ঢাকা মহানগর দক্ষিণের এই আমির বলেন, ‘এত জুলুম-নির্যাতন, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা যায়নি। এটাই তার দৃষ্টান্ত। আজকেও যারা জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, অপপ্রচার চালাতে চাচ্ছে, তারা অতীত থেকে শিক্ষা নিন।’
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বদর যুদ্ধের যেই ঐতিহাসিক ঘটনা তা আমাদের জন্য শিক্ষনীয় এবং করণীয়। বদর যুদ্ধের প্রধান কারণ ছিল মুসলমানদের সম্পদ লুটপাট করে নেওয়া এবং মুসলমানদের মদিনা থেকে মক্কায় হিজরত করতে বাধ্য করা, এজন্যই বদর যুদ্ধ সংঘটিত হয়।
সংস্কার বিহীন নির্বাচন দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে মন্তব্য করেন নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই বলে আমরা কারও কোনও সংস্কার মানবো না, ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করবো! তারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হবে। তারা মূলত ফ্যাসিবাদ কায়েমের পথে হাটছে।
সভায় দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাদেরকেও আবু জাহেলের মতো শিশু দিয়ে নিঃশেষ করে দেওয়া হবে। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের মতো আজও কেউ কেউ সরকারের ভেতরে থেকে, বাহিরে থেকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়িত্ব পালন করতেছে।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য যথাক্রমে আবদুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান প্রমুখ।