Home / দেশের খবর / জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হলেন উপদেষ্টা মাহফুজ আলম

জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হলেন উপদেষ্টা মাহফুজ আলম

শেরপুর নিউজ ডেস্ক:
জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্য সচিব নিয়োগ পেয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গত ৮ জানুয়ারি গঠন করা এই কমিটিতে উপদেষ্টা মাহফুজকে যুক্ত করে বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে গঠন করা হয়েছে ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’। আগে এই কমিটির সদস্য সচিব ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটির সভাপতি অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আরও রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব।

Check Also

বাংলাদেশে জঙ্গিবাদ বা চরমপন্থার কোনো বাস্তবতা নেই: তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us