শেরপুর নিউজ ডেস্ক:
ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বগুড়া-শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। প্রথমে সড়কের উভয়পাশ অবরোধ করে রাখলেও পরে শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের এক পাশে সরিয়ে নেন।
শিক্ষার্থীদের অবরোধের মুখে ভয়াবহ যানযটে পড়েন বগুড়া শহরে প্রবেশমুখী মানুষ। বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থীদের সড়ক অবরোধে বগুড়ার অন্যান্য বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরাও যোগ দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদেও শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি বাধ্যতামূলক করা, ক্রাফট ইন্সট্রাক্টর পদসহ দেশের কারিগরি সকল পদগুলোতে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, কারিগরি (পলিটেকনিক ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে শতকরা ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল।