সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২,আহত ১৬

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২,আহত ১৬

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছে এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)। আহতরা হলেন, সুন্দরী (৪৫), বাসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো: আ: সাত্তার (৬০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০)। আহত সকলেই খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকার বাসিন্দা ।
স্থানীয় আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ধুনটের দিক থেকে আসছিল এ সময় রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে এসে আবার কাজের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই ঘটনাস্থলে নিহত হয়।
আহত হারান জানান, আমরা সকালে ঝাঁজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রনবীরবালা এলাকায় পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Check Also

জ্যেষ্ঠ সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু’র ঈদের শুভেচ্ছা

শেরপুর নিউজ ডেস্ক: দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us