এম,এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলা আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ই মার্চ) বিকেলে ধুনট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের বগুড়া জেলার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য অধ্যাপক সাজ্জাদুমান সিরাজ জয়।
আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ধুনট পৌর সভাপতি মেহেদী হাসান হৃদয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ এর বগুড়া জেলার সাধারণ সম্পাদক ও বগুড়া জেলার সাবেক ছাত্র নেতা এস,এম রবিউল হাসান (দারুন)।
এসময় আরোও উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি মোঃ আলিমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, ধুনট পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ এর সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক জিএম মস্তফা, ধুনট পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কে,এম ,শাহিদুর রহমান, আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ ধুনট উপজেলার সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সোলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আশিক, দপ্তর সম্পাদক সাগর হাসান, প্রচার সম্পাদক সোহেল রানা, নিমগাছি ইউনিয়নের সভাপতি দুলু মিয়া, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক কফিল মিয়া, এলাঙ্গী ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব, সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা,সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।