Home / বগুড়ার খবর / শেরপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে শহরের ফলপট্টি এলাকায় অবৈধ ফলের দোকান ও শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় সরকারি রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিম। এ সময় সড়কের আশপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেরপুর থানার সাব ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অভিযান পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, ‘রাস্তা দখল করে সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ফলপট্টি এলাকায় অবৈধ ফলের দোকান ও টংঘর উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান।

Check Also

শেরপুরে কুপিয়ে এক মহিলাকে আহত করার অভিযোগ

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে রুবিয়া বেগমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us