Home / দেশের খবর / মাঝআকাশ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

মাঝআকাশ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

শেরপুর নিউজ ডেস্ক:

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে বিজি ২০১ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনের পথে রওয়ানা হয়েছিল। কিন্তু হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি দুপুর পৌনে ২টায় ঢাকায় ফেরত আসে। পাইলট ও ক্রুসহ ফ্লাইটটিতে ২৬৭ যাত্রী ছিল।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৯টা ৬ মিনিটে সেটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে রওনা হয় লন্ডনের উদ্দেশে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে। ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, লন্ডনে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় বিমানের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে। পরিস্থিতি ঠিক হলে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ফের ফ্লাইট শুরু হবে।

ঢাকায় বিমানের কর্মকর্তারা বলছেন, হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সেখানে কর্মরত বিমানের ব্যবস্থাপক যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই ঢাকা থেকে ফের যাত্রা শুরু হবে।

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Contact Us