Home / রাজনীতি / আ.লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার

আ.লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার

শেরপুর নিউজ ডেস্ক: গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

প্রেস রিলিজে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Check Also

নির্বাচন বিলম্ব হলে দেশে অস্থিতিশীলতা ও ক্ষোভ’ সৃষ্টি হতে পারে- ড.মঈন খান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি হুঁশিয়ারি দিয়েছে যে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us