Home / বগুড়ার খবর / গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে-ভিপি সাইফুল

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে-ভিপি সাইফুল

 

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার হাতে হাজারো মানুষের রক্তের দাগ। শেখ হাসিনা পতনের আন্দোলনে মা হারিয়েছে তার সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ১৭ বছর ধরে দেশে আসতে বাধা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না। গণহত্যার দায়ে আওয়ামীলীগের বিচার করতে হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আমাদের নেত্রী দেশমাত খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।তিনি আরও বলেন, বিএনপি ৩১ দফার কর্মসূচী দুই বছর আগে দিয়েছে, সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা রক্ষা করতে হবে। অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্য বজায় রেখে সাহসের সাথে মোকাবেলা করব। তিনি শনিবার বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের মাটিডালী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলা খালাস পাওয়ায় শুকরিয়া আদায় ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এড রাফি পান্না, জেলা বিএনপির সংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য এড আব্দুল মতিন মন্ডল, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, ফারুকুল ইসলাম ফারুক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল গফুর দারা, মাহমুদ শরীফ মিঠু, হাসানুজ্জামান পলাশ,এড সেলিম রানা, আলমগীর হোসেন, জাহেদুর রহমান, আব্দুল হান্নান মাষ্টার, বাবুল আহেমেদ, জাকির হোসেন, রেজ্জাকুল হায়দার রুনু, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, জাকির হোসেন, নূর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, ছাত্রনেতা, অভি, আরিফিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

শেরপুরে কুপিয়ে এক মহিলাকে আহত করার অভিযোগ

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে রুবিয়া বেগমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us