শেরপুর নিউজ ডেস্ক:
শিলংয়ের জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে গেলে মনে হবে বিয়েভাঙা বাড়ি।
বুধবার (১৯ মার্চ) এই মাঠে ভারত-মালদ্বীপ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের দেওয়ালে ভারতীয় ফুটবলারদের ছবি টাঙানো রয়েছে। কমপ্লেক্সের গায়ে ঝুলছে সুনীল ছেত্রীর ছবি। যাকে আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলানোর জন্য অবসর ভেঙে আনা হয়েছে। সুনীল ছাড়াও ভারতীয় দলের অন্যান্য ফুটবলারের ছবিও গ্যালারিতে ঢোকার গেটে, মাথার ওপরে ঝুলানো হয়েছে।
স্টেডিয়ামের ভেতরে এখনো সবকিছুই যেন অগোছালো। মালদ্বীপ-ভারত ম্যাচের নির্দেশনা এখনো গেটে গেটে লাগানো। বড় করে ইংরেজিতে লেখা রয়েছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। স্টেডিয়াম পরিষ্কার করাও হয়নি। প্রেসবক্সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ম্যাচের খেলোয়াড় তালিকা। চেয়ার টেবিল কিছুই স্থাপন করা হয়নি। সর্বত্র অপরিষ্কার। প্রেসবক্সের আয়তন দেখে মনে হলো ৫০ জন সাংবাদিক বসতে পারবেন না। অন্য প্রান্তে কর্মীরা কাজ করছেন। বাংলাদেশ ম্যাচ ঘিরে কিছু সংস্কারকাজ চলছে। কোথাও ওয়েল্ডিংয়ের কাজ চলছে। কোথাও কাঠমিস্ত্রি কাজ করছেন। স্টেডিয়ামের লোকজন বলছেন চার দিন আগে এ মাঠে প্রথম বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ভারত। আর এশিয়ান কাপের বড় ম্যাচের আয়োজনটাও নাকি এবারই প্রথম। ঘাষের মাঠের সাইডলাইনের চার দিকে সবুজ রঙের টার্ফের ম্যাট বিছিয়ে দেওয়ায় ন্যাড়া জায়গাগুলো ঢেকে গেছে। মাঠে ঘাষের ওপরে কিছু একটা স্প্রে করছিলেন। পরিচর্যা করছেন মাঠকর্মীরা।
ব্রিটিশ আমলে এখানে ঘোড়দৌড় হতো। এ কারণে সবার কাছে মাঠের পরিচিতি ‘পেলো গ্রাউন্ড’ হিসেবে। একতলা গ্যালারি, প্লাস্টিকের চেয়ার। ভিআইপি গ্যালারি যেটি করা হয়েছে সেটি খুবই ছোট পরিসরে। চোখের অনুমানে দেখা যায়, ছাদ খোলা গ্যালারিতে ২০ হাজার দর্শক বসতে পারবেন। টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। মালদ্বীপের বিপক্ষেও ম্যাচের টিকিট ছিল।
জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সটি বিশাল জায়গা নিয়ে। মূল স্টেডিয়ামের ভবনেই রয়েছে অনেকা ক্রীড়া অফিস। সেখানে রয়েছে মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন, মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। বাস্কেটবল, তায়াকোয়ানদো, অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন অফিস। ইনডোর ট্রেনিং হল, হোস্টেল। পাশেই অলিম্পিক আঞ্চলিক অফিস। পাশে ক্রিকেট মাঠে লিগের খেলা চলছে। মাঠের কোনায় নেট প্র্যাকটিস করার ব্যবস্থা। ক্রিকেট-সংশ্লিষ্টরা বলছেন, তাদের জনপ্রিয় খেলা ফুটবল হলেও প্রতি বছর ক্রিকেট লিগ হয়। ক্রিকেটে ১২টি দল নিয়ে খেলা হয়। আফসোস করছেন তাদের শিলং থেকে কোনো ক্রিকেটার ভারতীয় জাতীয় দলে সুযোগ পাননি।
ক্রিকেট মাঠের পাশে টার্ফে ফুটবল খেলা হচ্ছে। অভিজাত স্কুলগুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। পাশে চলছে ভলিবল খেলা। সেখানেও স্কুলগুলোর শিক্ষার্থীরা খেলছেন। নেহরু স্পোর্টস কমপ্লেক্সের প্রবেশ দ্বারে রয়েছে গ্যালারিসহ আরেকটি ফুটবল মাঠ। পুরো এলাকাটা ঘিরে খেলাধুলার পরিবেশ মুগ্ধ করে। স্টেডিয়ামে নেটওয়ার্ক দুর্বল, অ্যালবার্ট নামের এক জন ব্যক্তি জানালেন জ্যামার রাখা হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত জ্যামার থাকবে।’