শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে চার জুয়ারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার খিদিরহাসড়া গ্রামের রহিম বক্সের ছেলে সোলায়মান আলী (৫০), সদর হাসড়া গ্রামের মৃত সিদ্দিক আকন্দের ছেলে আব্দুস সাত্তার (৫০), দড়ি হাসড়া গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে খলিলুর রহমান (৫২) ও মৃত এলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৭)। এদের মধ্যে আনোয়ার হোসেন সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের কদিম হাসড়া গ্রামের জনৈক বিমল চন্দ্রের বাড়িতে টাকা দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় জুয়ার আসর থেকে এক হাজার ৪৯০ টাকা, তাসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়ার মামলা ও কৃষকলীগ নেতার বিরুদ্ধে জুয়া ও নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।