শেরপুর নিউজ ডেস্ক:
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৫০,০২১ জন নিহত এবং ১১৩,২৭৪ জন আহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়, যা ১৮ মাস ধরে চলছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি হলেও প্রথম ধাপেই ইসরায়েলের হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই ভেস্তে যায় এবং ইসরায়েল আবারও পূর্ণ শক্তি নিয়ে হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছে অন্তত ৪১ জন।
গাজা সিটি থেকে সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, এই হিসাব শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রে নিবন্ধিত মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বা নিখোঁজ থাকা আরও বহু মানুষের হিসাব এতে নেই।
গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। এছাড়া, ১১ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তি, যারা হয়তো মারা গেছেন, তাদেরও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত ল্যানসেট জার্নালের এক গবেষণায় অনুমান করা হয়েছিল, গাজায় প্রকৃত মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি হতে পারে।
গত সপ্তাহে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু করার পর কয়েক দিনের ব্যবধানে আরও ৬০০ জনের বেশি নিহত হয়েছে, যার মধ্যে ২০০ জনই শিশু।