Home / বিনোদন / ‘চক্কর ৩০২’–এ বুশরা, আসছেন ‘লিমা’ হয়ে

‘চক্কর ৩০২’–এ বুশরা, আসছেন ‘লিমা’ হয়ে

 

শেরপুর নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘চক্কর ৩০২’ সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী শরিফ ফারজানা বুশরা। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর।

এতে লিমা নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন বুশরা। চরিত্রটি নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘লিমা চরিত্রটি বেশ জটিল এবং আমার করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্রগুলোর একটি। বাইরে থেকে সে একদম সাধারণ, কিন্তু জীবনের এক অদ্ভুত চক্কর তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করে, যেখান থেকে বের হওয়া সহজ নয়। চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ, লিমার আবেগগুলো শুধু অনুভব করাই নয়, তা পর্দায় জীবন্ত করে তোলাটাই ছিল আসল পরীক্ষা।’

সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এতে মোশাররফ করিমসহ আরও অনেকে অভিনয় করেছেন।

বুশরা বলেন, জীবন ভাইয়ের গাইডেন্স (দিকনির্দেশনা) আর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। প্রথম দিনের শুটিংয়েই একটু নার্ভাস ছিলাম, কিন্তু মোশাররফ ভাই এত সহজভাবে আমাদের সঙ্গে মিশে গেলেন যে সেই নার্ভাসনেস কোথায় উড়ে গেল, টেরই পাইনি। তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, বরং একেবারে সহায়তাপূর্ণ কো-আর্টিস্টও। তাঁর সঙ্গে কাজ করতে পারা, তাঁর কাছ থেকে শিখতে পাওয়া, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

বুশরা বলেন, ‘ছবিটি শুধু আমার বড় পর্দায় অভিষেক নয়, এটি দিয়ে আমার প্রথম অভিনয় ক‍্যারিয়ার এর শুরু। তাই “চক্কর ৩০২” আমার কাছে বিশেষ কিছু।’

সিনেমায় নিয়মিত হওয়ার কোনো পরিকল্পনা আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয় করতে চাই, সেটা বড় পর্দা হোক বা ছোট পর্দা—গল্প আর চরিত্র যদি শক্তিশালী হয়, আমি সব সময়ই আগ্রহী। ভালো একটা যাত্রা তো শুরু হয়েছে, সামনে নিশ্চয়ই আরও সুন্দর গল্পের অংশ হতে চাই।’

এর আগে ‘ফ্রেঞ্জি’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বুশরা। তিনি নিয়মিত মডেলিংও করছেন।

Check Also

তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয় ভার্মা

  শেরপুর নিউজ ডেস্ক: দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us