শেরপুর নিউজ ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত রবিবার বিকেল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। এখনো ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।
সেনা সদস্যদের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ায় হীরানগরের জঙ্গলে লুকিয়ে রয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী। এই তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ ও ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দুই পক্ষে গুলির লড়াই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা