Home / বিদেশের খবর / তুরস্কের রাজপথ বিক্ষোভে উত্তাল,সহস্রাধিক গ্রেপ্তার

তুরস্কের রাজপথ বিক্ষোভে উত্তাল,সহস্রাধিক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইমামোগলুকে গ্রেপ্তারকাণ্ড ঘিরে গত রবিবার রাতে দেশটিতে মারাত্মক অস্থিরতা তৈরি হয়। গত এক দশকের বেশি সময়ের মধ্যে তুরস্কে এমন অস্থিরতা দেখা যায়নি। মূলত গত বুধবার ইমামোগলুকে আটক করার পর থেকে তুরস্কে বিক্ষোভের সূত্রপাত ঘটে।

গতকাল সোমবার তুরস্ক সরকার বলেছে, গত পাঁচ দিনে বিক্ষোভে অন্তত এক হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমামোগলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়েছে, ইমামোগলুকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার কথা ছিল রবিবার। সেদিনই আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ নেওয়া, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগ করা হয়েছে।

ইমামোগলু এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এদিকে গতকাল সোমবার এক প্রতীকী প্রাইমারি ভোটে ইমামোগলুর দল আগামী নির্বাচনে তাঁর প্রাথিতা নিশ্চিত করেছে। এটি ব্যাপকভাবে মনে করা হচ্ছে যে ৫৩ বছর বয়সী ইমামোগলুই একমাত্র রাজনীতিবিদ যিনি তুরস্কের দীর্ঘদিনের নেতা এরদোয়ানকে ব্যালট বাক্সে পরাজিত করতে পারবেন। রবিবার রাতে ইস্তাম্বুলের সিটি হলের কাছে বিক্ষোভকারীরা জড়ো হয় । সূত্র : এএফপি, বিবিসি

Check Also

মিয়ানমারে ভূমিকম্পে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২০০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত দাঁড়িয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us