Home / বগুড়ার খবর / ধুনটে নববধূকে ধর্ষণচেষ্টা মামলায় হিরোন গ্রেফতার

ধুনটে নববধূকে ধর্ষণচেষ্টা মামলায় হিরোন গ্রেফতার

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় ধানক্ষেতে নিয়ে এক নববধূকে ধর্ষণচেষ্টা মামলায় হিরোন সেখ (২৫) নামে এক অটোভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। হিরোন সেখ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের ইসমাইল সেখের ছেলে। এরআগে রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের পরিবহন শ্রমিকের মেয়েকে (১৮) প্রায় তিন মাস আগে পাশের শিতলাবিল গুচ্ছ গ্রামে বিয়ে দেয়। বিয়ের পর থেকে ওই নববধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে হিরোন সেখ। বিষয়টি হিরোনের অভিভাবককে জানানো হলে নববধূর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে হিরোন। এ অবস্থায় ২০২৪ সালের ১৪ অক্টোবর দুপুর প্রায় ১২টায় ওই নববধূ বাড়ির অদূরে ফাঁকা মাঠের ভেতর ছাগল চড়ানোর জন্য যায়। এসময় নববধূকে একা পেয়ে ধানক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় হিরোন।

তখন নববধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে হিরোন সেখ কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নববধূর বাবা বাদি হয়ে ১৮ অক্টোবর হিরোন সেখের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হিরোন সেখ ঢাকায় পালিয়ে থেকে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হিরোন ঘটনার সত্যতা স্বীকার করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। গতকাল সোমবার বিকেল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

শেরপুরে কুপিয়ে এক মহিলাকে আহত করার অভিযোগ

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে রুবিয়া বেগমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us