Home / দেশের খবর / ঢাকায় পৌঁছেছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

ঢাকায় পৌঁছেছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

শেরপুর নিউজ ডেস্ক:

দ্বিপাক্ষিক সামরিক সক্ষমতা বাড়াতে ২ দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে।

সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকা পৌঁছান। তার সঙ্গে আরও ৬ জন সফরসঙ্গী রয়েছেন।

জানা গেছে, ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।

Check Also

বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখন তার গণতন্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us