“মুনসী সাইফুল বারী ডাবলু”
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হবে আগামী ২৬ মার্চ বুধবার । ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি। এর আগে ২৪ বছর কেটেছে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অধীনে। দীর্ঘ গণতান্ত্রিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য প্রন্তুত হয়েছে বাঙালি জাতি। একাত্তরের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির ওপর দখলদার পাকিস্তানি সেনাবাহিনী বর্বর আক্রমণ চালায়। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেপ্তার হওয়ার আগে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলার মানুষ দেশজুড়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। প্রায় নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে অদম্য বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন লাখো মানুষ। ত্যাগ স্বীকার করেছেন লাখো নারী। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম দেশ।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নিবাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হন। কিন্তু পাকিস্থানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করতে তালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন। এমন সময়োপযোগী ও স্পর্শকাতর ভাষণ গোটা বিশ্বে প্রায় নজিরবিহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বজ্রকন্ঠে ঘোষিত হয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর আহবানে শুরু হয় অসহযোগ আন্দোলন। মার্চ মাসব্যাপী এই আন্দোলন চলতে থাকে সমানতালে। ২৫ মার্চ আসে সেই কালরাত্রি। পাকিস্তানি বাহিনী পৈশাচিক শক্তিতে ঝাঁপিয়ে পড়ে নিরীহ ছাত্র জনতার উপর। চলে ক্র্যাক ডাউন। ২৬ মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। যা ইপিআরের বেতার বার্তায় সারাদেশে ছড়িয়ে পড়ে। ২৭ মার্চ তৎকালিন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন, শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা ইপিআর পুলিশ আনসার ও বাঙালী সেনা সদস্যরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি ও আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে সশস্ত্র মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্থানী জেনারেল নিয়াজী ঢাকার রেসকোর্চ ময়দানে ৯২ হাজার পাকিস্থানী সেনাসহ আত্মসর্মপন করতে বাধ্য হন। অর্জিত হয় মুক্তিযুদ্ধের বিজয়,শত্রæ মুক্ত হয় বাংলাদেশ।
বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল- গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের অঙ্গীকার। স্বাধীন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র স্থান করে নিয়েছিল।
১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এর পরপরই ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। তারপর থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার নীতিমালা ছিল হত্যা, ষড়যন্ত্র, সামরিক-বেসামরিক স্বৈরশাসন। ১৯৯০ সালের পর থেকে (২০০৭ সাল ব্যতীত) নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়েছে। তবে দেশের গণতন্ত্র শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক ছিলো। গত পাঁচ দশকেরও বেশি সময়ে অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি চাপে পড়েছে। আর্থিক খাতের অনিয়ম, খেলাপি ঋণ, টাকা পাচার প্রভৃতি সমস্যা মোকাবিলা করতে হয়েছে। মূল্যস্ফীতির চাপে পড়ে দেশের মানুষ হাসফাস করছে দীর্ঘদিন ধরে। জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে বলে অনেকে আশা করেছিলেন; কিন্তু দ্রব্যমূল্যের লাগাম টানা যায়নি। এমন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে চাকুরির কোটা নিয়ে আন্দোলন শুরু হয়। সারাদেশ ব্যাপী দ্রæত ঐ আন্দোলন ছড়িয়ে পড়ে। এদিকে গত ৫ আগস্ট, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ৪ মেয়াদে একটানা ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেয়। ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। এর জন্য শত শত ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। ৮ আগষ্ট রাতে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে। দেশবাসী প্রত্যাশা করে এই অন্তর্র্বতীকালীন সরকার দেশ ও জাতির আশা-আকাংক্ষা পূরণ করতে সক্ষম হবে। আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রæততম সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। সৎ ও দেশপ্রেমিক অফিসারদের দ্রæত পদায়ন করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অন্তর্র্বতীকালীন সরকারকে ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজি, সিন্ডিকেট ব্যবস্থা ভেঙ্গে দ্রব্যের দাম মানুষের হাতের নাগালে আনতে হবে। বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় জেঁকে বসতে না পারে তার জন্য রাষ্ট্রব্যবস্থার সংস্কার জরুরি। জাতীয়তাবাদি দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে দ্রæত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে। দেশবাসী আশা করে,অন্তর্র্বতী সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। ছাত্র-জনতার আশা আকাংক্ষার আলোকে একটি বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আগামী প্রজন্ম বেড়ে উঠবে,এটাই দেশবাসীর প্রত্যাশা।