এম,এ রাশেদ: বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬ টা ১ মিনিটে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধব্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী কমর্কর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধুনট থানা, ধুনট উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে ধুনট সরকারি নইমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা সহ ডিসপ্লে প্রদর্শন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া প্রার্থনা, ধুনট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনা করা হয়।