শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলার শেরপুর উপজেলায় বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর, সকাল ৯টায় শেরপুর ডিজে হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জয়নুল আবেদীন (ওসি তদন্ত)সহ প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় শেরপুর উপজেলার বিভিন্ন বাহিনীর শ্রেণীবিন্যাসে অংশগ্রহণকারী সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে কুচকাওয়াজে অংশ নেন।
দিবসটি উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং তাদেরকে পুরস্কৃত করে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও দেশপ্রেমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।