শেরপুর নিউজ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে আহত বগুড়ার ৩৫জন যোদ্ধাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যোদ্ধাদের হাতে চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মেজবাউল করিম, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে আহত সাবগ্রাম এলাকার আব্দুল মজিদ বলেন,’ আমি ফলের দোকানের কর্মচারী ছিলাম। জুলাই আন্দোলনে শহরের কাঁঠালতলা এলাকায় থানার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। সেখানে আমার ডান চোখে গুলি লাগে এবং চোখ নষ্ট হয়ে যায়। আমার পরিবারে আমি একাই উপার্জনক্ষম ব্যক্তি। চোখ হারানোর পর থেকে আমি বেকার। মনে হচ্ছে আমার লাইফটাই শেষ। ঈদের আগে আজকের এই সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক উপকার হলো।’
নারুলি সুলতানপাড়া এলাকার রিয়াদ প্রামাণিক। সে এবার নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিবে। ৪ আগস্ট আন্দোলনে যেয়ে বাম চোখ নষ্ট হয়েছে । অনুদান পেয়ে রিয়াদ বলেন, সাতমাথায় আন্দোলনে যেয়ে বাম চোখে গুলি লেগে নষ্ট হয়ে গেছে। এ বছর আমি এসএসসি পরীক্ষা দিব। আমার এই চোখ আর ফিরে পাব না। কিন্তু আমাদের দেশটা ভালো থাকুক সেটা সবসময় চাই।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ার আহতদেরকে বিভিন্ন প্রকল্প থেকে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। আপানারা কখনোই নিজেদেরকে একা মনে করবেন না, অসহায় মনে করবেন না। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের সঙ্গে আছি। প্রথম পর্বে ৩৫জনকে আর্থিক সহায়তা দেওয়া হলো। এদের মধ্যে এ ক্যাটাগরিতে ১১জন দুই লাখ করে এবং বাকি ২৪জন বি ক্যাটাগরিতে এক লাখ টাকা করে চেক পেলেন। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে।’