Home / রাজনীতি / জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব: আমিনুল হক

জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব: আমিনুল হক

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পল্লবী রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।

এ সময় আমিনুল হক বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারসহ মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

এসময় তিনি উপস্থিত সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনও স্বৈরাচার বা স্বৈরাচারের দোসর ষড়যন্ত্র করতে পারবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ।

Check Also

নির্বাচন বিলম্ব হলে দেশে অস্থিতিশীলতা ও ক্ষোভ’ সৃষ্টি হতে পারে- ড.মঈন খান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি হুঁশিয়ারি দিয়েছে যে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us