Home / বিদেশের খবর / লোহিত সাগরে ডুবলো সাবমেরিন ‘সিন্দবাদ’

লোহিত সাগরে ডুবলো সাবমেরিন ‘সিন্দবাদ’

শেরপুর নিউজ ডেস্ক:

লোহিত সাগরে মিশরের উপকূলে হুরগাদা রিসোর্টের কাছে পর্যটন সাবমেরিন ‘সিন্দবাদ’ ডুবে গেছে। এ দুর্ঘটনায় ছয়জন পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় মালিকানাধীন আখবার আল-ইয়ুম সংবাদপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে, নিহতরা সকলেই বিদেশী এবং আরও ১৯ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাবমেরিনটিতে ৪০ জনের মত পর্যটক ছিলেন বলে জানা গেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে আখবার আল-ইয়ুম সংবাদপত্র।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পর্যটন সাবমেরিনটির নাম সিন্দবাদ। বন্দরের কাছেই এটি ডুবে গেছে। এটি বহু বছর ধরে হুরঘাদা এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য পরিচালনা হয়ে আসছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

মিশরের লোহিত সাগর উপকূলে পর্যটক দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। গত নভেম্বরে সি স্টোরি নামে একটি প্রমোদতরী ডুবে যায়। ওই ঘটনায় ১১ জন মারা যায়। যার মধ্যে একজন ব্রিটিশ দম্পতিও ছিলেন। এছাড়া ৩৫ জনকে উদ্ধার করা হয়।

এদিকে, মিশরে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই রাশিয়ান।

Check Also

ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us