Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / জাদুঘরে প্রবেশ নিয়ে নিরাপত্তা কর্মীকে মারধর, এনসিপির নেতাকর্মীর বিরুদ্ধে জিডি

জাদুঘরে প্রবেশ নিয়ে নিরাপত্তা কর্মীকে মারধর, এনসিপির নেতাকর্মীর বিরুদ্ধে জিডি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: নির্ধারিত সময়ের পর বগুড়া শিবগঞ্জের মহাস্থান জাদুঘরে ঢুকতে দিতে দেরি করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মী পরিচয়ে জাদুঘরের এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির নেতা পরিচয়ে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মহাস্থান জাদুঘর–সংলগ্ন জাহাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মহাস্থান জাদুঘর সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে মহাস্থান জাদুঘর ও মহাস্থান প্রত্নস্থল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। সেই অনুযায়ী গতকাল বিকেল সাড়ে ৪টায় মহাস্থান জাদুঘরসহ জাহাজঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল বন্ধ হয়ে যায়।

গতকাল বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলে এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ চার শতাধিক ব্যক্তি আমন্ত্রিত ছিলেন। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন তরুণের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর মহাস্থান জাদুঘর ঘুরতে গিয়ে নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান ও নিরাপত্তাকর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়।

তবে এমন অভিযোগের ব্যাপারে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অস্বীকার করে বলেন, আসলে জিডি আমাদের করা দরকার ছিল। গতকাল যখন আমরা সেখানে যাই, আমাদের গেটে ধাকা লোকজন বলে টাইম শেষ। কিন্তু আমরা দেখছিলাম প্রাচীরের উপরে অনেক লোকজন ঘুরছে। এটা দেখে তাদের বলার পর ওরাই আমাদের সাথে খারাপ আচরণ করে। এ সময় আমার সাথে কয়েকজনের সঙ্গে জাদুঘরের লোকের তর্কবিতর্ক হয়। পরে অনেক ক্ষণ দাঁড়িয়ে রাখার পর অবশ্য আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় তারা।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, অভিযোগ করলেও কারও নাম পরিচয় উল্লেখ করেননি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us