শেরপুর নিউজ ডেস্ক:
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে নিহত বিএনপির নেতা আব্দুল মতিন এর পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ)সকাল ১১ টায় তারেক রহমানের পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের বাড়িতে গিয়ে তার স্ত্রী হাতে এ অর্থ সহায়তা, ঈদের উপহার তুলে দেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিশালপুর ইউনিয়নের সভাপতি আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
উল্লেখ্য, বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল মতিনকে পিটিয়েও মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সে মান্দাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বিশালপুর ইউনিয়নের বিএনপির সক্রিয় সদস্য ছিল। ২৩ নভেম্বর ২০২৩ সালের বৃহস্পতিবার সকাল ৮ টায় মান্দাইল গ্রামের পূর্বপাড়া চড়ার মধ্যে শরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।