Home / বিনোদন / ঝগড়াটে বউ হয়ে আসছেন অভিনেত্রী সামিরা খান

ঝগড়াটে বউ হয়ে আসছেন অভিনেত্রী সামিরা খান

শেরপুর নিউজ ডেস্ক:

 

বর্তমান সময়ের ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদের একাধিক নাটক নিয়ে ছোট পর্দা মাতাতে আসছেন সামিরা। তার মধ্যে আলোচিত নাটক হানিফ সংকেতের পরিচালনায় ‘ঘরের কথা ঘরেই থাক’। এতে শাহেদ ও সুমী দম্পতির সংসারে তিনি স্ত্রী সুমী চরিত্রে অভিনয় করেছন এবং তার বিপরীতে স্বামী শাহেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটির গল্পে দেখা যাবে, এক দম্পতির সংসারে প্রায় প্রতিদিনই কলহ লেগে থাকে।

প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। এই সংকট কাটাতে বর শাহেদ তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন। তবে বন্ধুদের পরামর্শ মেনে হিতে বিপরীত হয়। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান এবং দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। জীবনমুখী এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ঘরের কথা ঘরেই থাক। নাটকটিতে আরো অভিনয় করেছেন-সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে।

পারিবারিক এই নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব। এটিএন বাংলায় প্রচারিত হবে। এরমধ্যে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চান এই অভিনেত্রী। অভিনয়ের সব মাধ্যমে কাজ করে নিজেকে প্রমাণ করতে চান সামিরা।

Check Also

তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয় ভার্মা

  শেরপুর নিউজ ডেস্ক: দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us