Home / খেলাধুলা / হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন! গত কয়েকদিনের দুঃস্বপ্নের পর স্বস্তির খবর—শুক্রবার (২৮ মার্চ) ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেছেন দেশের সাবেক অধিনায়ক। তবে তার মাঠে ফেরার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুতই তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার হার্টে রিং পরানো হয়। সংকটময় মুহূর্তে সিপিআর ও ডিসি শক দেওয়া হয়েছিল তাকে, যা তার জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাভারের কেপিজে হাসপাতালের সিসিইউতে কয়েকদিন থাকার পর ২৬ মার্চ তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিম এখন অনেকটাই সুস্থ। তবে স্বাভাবিক জীবনে ফিরতে হলে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে হবে।

বাসায় ফিরলেও এখনই খেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ৩-৪ মাস পর মেডিকেল বোর্ডের বৈঠকে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এর মানে, চলমান ডিপিএলে মোহামেডানের হয়ে আর মাঠে ফেরা সম্ভব নয় তামিমের জন্য।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতোমধ্যে অবসর নেওয়া তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টানা দুইবার শিরোপা জিতেছেন। এবার ডিপিএলে মোহামেডানের হয়ে মাঠে নামলেও আকস্মিক অসুস্থতার কারণে সিজনের বাকি অংশে খেলতে পারছেন না।

Check Also

নিউজিল্যান্ডের কাছে ৭৩ রানে হারল পাকিস্তান

  শেরপুর নিউজ ডেস্ক: ৩৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই ছিল পাকিস্তান। ২৪৯ রানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us