Home / রাজনীতি / আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র এবং নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের মধ্যে ঐক্যকে আরো অটুট রাখতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্য আরও দৃঢ় করতে হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহসভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

Check Also

নির্বাচন বিলম্ব হলে দেশে অস্থিতিশীলতা ও ক্ষোভ’ সৃষ্টি হতে পারে- ড.মঈন খান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি হুঁশিয়ারি দিয়েছে যে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us