Home / বিনোদন / তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয় ভার্মা

তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয় ভার্মা

 

শেরপুর নিউজ ডেস্ক:

দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরলেও, তারা জানিয়েছেন যে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন। তবে এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা।

দু’জনের বিচ্ছেদের খবর তাদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা তাদের জুটি হিসেবে খুব পছন্দ করতেন। এ প্রসঙ্গে তামান্না কিছুদিন আগে পরোক্ষভাবে কিছু কথা বললেও বিজয় কাউকেই কিছু বলেননি।

বিজয় বর্মা সম্প্রতি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কে নিয়ে নানা কথা ও তার মতামত প্রকাশ করেছেন।

তার কথায়, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখী থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’

প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। এই মাসের শুরুতে তাদের ব্রেকআপের খবর প্রকাশ্যে এসেছে। তবে, তারা কেন আলাদা হলেন সে বিষয় এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি রাবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও তারা আলাদা আলাদা ভাবে তা উপভোগ করেছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত।

Check Also

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান খান

  শেরপুর নিউজ ডেস্ক: বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভাইজান সালমান খান। আসছে ঈদে তার নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us