শেরপুর নিউজ ডেস্ক:
দীর্ঘ সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির পবিত্র ঈদুল ফিতর। এখন কেবল পশ্চিমাকাশে শাওয়ালের নতুন চাঁদের অপেক্ষা। চিকন সে চাঁদের ক্ষীণ আলোই আনন্দের তীব্র আভা ছড়াবে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। খুশির আবহে পূর্ণতা পাবে ঈদের সব আয়োজন।
মুসলমানদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা জানা যাবে আজ রোববার সন্ধ্যায়। আজ চাঁদ দেখা গেলে কাল সোমবার ঈদ। চাঁদ না উঠলে মঙ্গলবার ঈদুল ফিতর।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই সারাদেশের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নির্ধারণ করা হবে ঈদের দিন-তারিখ।
ঈদ কেবল খুশির নয়, ঈদ ক্ষমারও। ঈদ ধনী-গরিব, উপর-নীচের ভেদাভেদ ভুলিয়ে দেওয়ার উপলক্ষ। ফলে ঈদ হয়ে উঠছে সামাজিক উৎসব। রহমত, মাগফেরাত ও নাজাতের রমজান শেষে শাওয়ালের নতুন চাঁদ তাই আত্মার প্রশান্তিরও উৎস।
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ,/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।/ তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ/ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রোজা ও ঈদের মর্মবাণীকে তুলে ধরেছেন এই কটি পঙ্ক্তিতে। চাঁদ যেমন ঈদের আগমনী বার্তা, তেমনি তাঁর এই গানটি বাংলাভাষীদের কাছে হয়ে উঠেছে চাঁদ ওঠার অনন্য বার্তা। এই সময়ে রেডিও, টেলিভিশনে এই গানের সুর বেজে ওঠা মানে চাঁদ উঠেছে, ঈদ শুরু।