Home / বিনোদন / অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্যরকম ঈদ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্যরকম ঈদ

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার মধ্য দিয়ে রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে ঈদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ব্যস্ততার মাঝে রাজধানী থেকে নাড়ির টানে ছুটে যায় সকলেই।

অনেকের রয়েছে অনেকরকম পরিকল্পনা। এদিকে তারকারাও এ গণ্ডির বাইরে না।

বিয়ের পর প্রথম ঈদ বলে কথা। এ কারণে এবারের ঈদটা অন্যরকম হয়ে থাকবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা মেহজাবীন চৌধুরীর। অভিনেত্রী এক সংবাদ সম্মেলনে ঈদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ঈদে আমাদের আলাদাভাবে সেরকম কিছু আয়োজন করা হয়নি। যেহেতু দুই পরিবার একসাথেই এইবার ঈদ করবো। এই ঈদটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার।’

তার ভাষ্যে, ‘ঈদের দিন সবাই আসবে আমরা একজন আরেকজনকে দেখবো এই জিনিসটা যদি সুন্দর মতো হয় এটায় আশা করছি এবং এটার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে আদনান আল রাজীব বলেন, ‘পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয়না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।’

Check Also

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান খান

  শেরপুর নিউজ ডেস্ক: বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভাইজান সালমান খান। আসছে ঈদে তার নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us