Home / খেলাধুলা / বাংলাদেশ থেকে সাত নারী ফুটবলার যাবেন ভুটানে

বাংলাদেশ থেকে সাত নারী ফুটবলার যাবেন ভুটানে

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে নারী ফুটবলাররা ভুটানে খেলার ডাক পেয়েছিলেন আগেই। মাসুরা পারভিন খেলবেন বলে অনুমতিও চেয়েছিলেন। কিন্তু বাফুফে তখন দেয়নি। কারণ ফুটবল দল সাফে খেলতে যাবে। মাসুরা পারভিন আবদার করেছিলেন ভুটানে খেলে নেপালে যাবেন। কিন্তু বাফুফে ঝুঁকি নিতে চায়নি। তারা চায়নি সাফের আগে ফুটবলাররা অন্য কোথায় খেলে চোট পাক। এটা নিয়ে মাসুরা পারভিন মন খারাপ করেছিলেন। সাফ জয় করে এসেছেন। এরই মধ্যে নানা ঘটনা ঘটে গেল।

সাফ চ্যাম্পিয়ন ১৮ ফুটবলার দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের কাছে অনুশীলন করবেন না বলে জানিয়ে দিল। এ নিয়ে আন্দোলন করলো। সেই নারী ফুটবলারদের অনেকেই এবার ভুটানের লিগে খেলতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন মাসুরা পারভিন, গোলরক্ষক রূপনা চাকমা খেলবেন ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের পক্ষে। আর সাবিনা খাতুন, মাতসুমিয়া সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা খেলবেন পারো এফসিতে। সবার জন্যই ক্লিয়ারেন্স দিয়েছে বাফুফে।

নতুন খবর হচ্ছে সাবিনারা যখন আন্দোলন করে জাতীয় দলে খেলতে জাননি, তখন জুনিয়রদের নিয়ে নতুন দল গড়ে আরব আমিরাতে পাঠানো হয়। সাবিনা, মনিকা, মাসুরা ছাড়াও গতকাল জানা গেল সাগরিকাও ভুটানে যাচ্ছেন। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাগরিকার বিষয়টি এখনো সম্পূর্ণ হয়নি। কাগজপত্র ঠিকঠাক হয়ে গেলে সেও যাবে।’ সাগরিকার ব্যাপারে ইতিবাচক বাফুফে।

নারী দল এশিয়ান কাপের বাছাই খেলবে। ৬ এপ্রিল ক্যাম্প ডাকা হয়েছে। ব্রিটিশ কোচ পিটারও চলে আসবেন। বাংলাদেশের গ্রুপে রয়েছে মিয়ানমার, বাহরাইন, তুর্কমিনিস্তান। বাছাইয়ের খেলা হবে মিয়ানমারে। বাছাইয়ে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে। গতকাল ফাহাদ করিম জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের মালয়েশিয়া ও জর্ডানের সঙ্গে কথা চলছে।

Check Also

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের জার্সিতে যোগ দিয়ে অভিষেক ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us