Home / বিদেশের খবর / পরমাণু চুক্তি না হলে ইরানে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

পরমাণু চুক্তি না হলে ইরানে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

শেরপুর নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরানসহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা ও দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা হবে। রবিবার (৩০ মার্চ) এনবিসি নিউজকে বলেছেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন। তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করার পর, ইরান নিয়ে ট্রাম্পের প্রথম মন্তব্য এটি। এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এমন ধরণের বোমা হামলা হবে, যা তারা আগে কখনও দেখেনি।

তিনি আরও বলেন, ‘এমন আশঙ্কাও আছে, যদি তারা চুক্তি না করে, তাহলে আমি তাদের ওপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব।’

গত বৃহস্পতিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তেহরানের ওপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। ইরান বলেছে, তাদের নীতি হলো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া।

গতকাল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে তিনি বলেন, (যুক্তরাষ্ট্রের সঙ্গে) সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে।

এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রুশ ও ইরানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন। তিনি গত সপ্তাহে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, উচ্চ স্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির জন্য।

Check Also

মিয়ানমারে ভূমিকম্পে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২০০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত দাঁড়িয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us