Home / বিনোদন / ‘বাংলাদেশ ডে প্যারেড’ মাতাবেন চিত্রনায়ক জায়েদ খান

‘বাংলাদেশ ডে প্যারেড’ মাতাবেন চিত্রনায়ক জায়েদ খান

শেরপুর নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৩ এপ্রিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে প্রধান আকর্ষণ চিত্রনায়ক জায়েদ খান।

ওইদিন জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউয়ের ওপর দিয়ে ৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত এ প্যারেডের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরের মতো এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানসনে’ বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে আয়োজক হিসেবে বাংলাদেশ সোসাইটিকে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। প্যারেডের প্রধান সহযোগী সংগঠন ‘হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’।

এই আয়োজনে জায়েদ খান ছাড়াও আরও পারফর্ম করবেন জিয়াউল ফারুক অপূর্ব, আনিসুল হক মিলন, প্রতীক হাসান, রিচি সোলায়মান, নোভাসহ আরও অনেকে।

Check Also

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্যরকম ঈদ

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার মধ্য দিয়ে রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীদের দরজায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us