শেরপুর নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতির পর অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধর্ষণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান কটিয়াদী-হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন। তিনি গৃহবধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দিনে চা বিক্রি করেন, রাতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঘটনার দিন রাতেও যথারীতি স্বামী ঘর থেকে বের হয়ে যান। রাত ১০টার পর গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় জানালা কেটে ঘরে হানা দেয় ডাকাতদল। স্বণালংকার ও নগদ টাকা নিয়ে যান। ওই দলে ৫-৬ জন ডাকাত ছিলেন। যাওয়ার আগে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে ডাকাতদের একজন।
গৃহবধূ জানান, অস্ত্রের মুখে ধর্ষণের পর ডাকাতরা জানায় যদি ধর্ষণের বিষয়টি কাউকে জানানো হয় তাহলে তাকে মেরে ফেলা হবে। এই ভয়ে কাউকে কিছুই জানাননি তিনি। ভোরে স্বামী ফেরার পর বিষয়টি তাকে জানায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন এখনই কিছু বলতে রাজি হননি। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।
তবে নাম প্রকাশ না করার শর্তে কটিয়াদী থানার এক উপপরিদর্শক জানান, আনুষ্ঠানিকতা শেষ করার পর ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।