নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দু’টি দই-মিষ্টির দোকানে জরিমানা আদায় করেছে। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাংলা দই ঘর ও আরব আলী হোটেল এন্ড রেস্টেুরেন্টে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দু’টির তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।