Home / বগুড়ার খবর / শেরপুরে জোড়গাছা ব্রিজের নিচে যেন এক টুকরো জাফলং,মুগ্ধ ভ্রমণ পিপাসুরা

শেরপুরে জোড়গাছা ব্রিজের নিচে যেন এক টুকরো জাফলং,মুগ্ধ ভ্রমণ পিপাসুরা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণ পিপাসুদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। এখানে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন এ যেন এক টুকরো ‘নতুন জাফলং’। কারণ নদীর স্বচ্ছ জল, বালুময় তীর যেন সিলেটের বিখ্যাত জাফলংয়েরই এক প্রতিচ্ছবি তৈরি করেছে। প্রাকৃতিক রূপে মুগ্ধ স্থানীয় জনগন সহ ভ্রমণ পিপাসুরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর জোড়গাছা ব্রিজের নিচে সংস্কার করা হচ্ছে এবং কিছু অংশে পলি জমে যাওয়ার পানি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর যা দেখতে অনেকটা জাফলংয়ের পানির শ্রোতের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসতে শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দা বুলু সরকার বলেন, ‘আমরা ছোটবেলা থেকে এই নদী দেখে আসছি, দীর্ঘ প্রায় ২৫ বছরে এমন রূপ আগে কখনো দেখিনি। নদীর স্বচ্ছ পানি ও হালকা স্রোতের এমন দৃশ্য ফেসবুকে ভাইরাল হলে প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়তে থাকে। শুধু স্থানীয়রাই নন, আশপাশের উপজেলা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন বাঙালি নদীর স্বচ্ছ পানি ও হালকা স্রোতের এমন দৃশ্য ফেসবুকে ভাইরাল হওয়ায় ভ্রমন পিপাসুদের আনাগোনা বৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। কারণ হিসাবে তিনি বলেন জোড়গাছা ব্রিজের সামান্য উজানে একাধিক শিল্প কারখানার বিষাক্ত বর্জ ফেলায় নদীর পনিও দুষিত হচ্ছে। এই দুষিত পানির মধ্যে লাফালাফি ঝাঁপাঝাঁপি করায় অনেকেরই চর্মরোগের লক্ষন দেখা যাচ্ছে।
সুঘাই ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান নুরুন নবী হিটলার বলেছেন, জায়গাটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটি একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। যারা প্রকৃতির অপার সৌন্দর্য ভালোবাসেন, তাদের জন্য জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর এই অংশ হতে পারে দারুণ একটি গন্তব্য। তবে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও নিতে হবে সকলকে। যদি অসচেতন পর্যটকরা প্লাস্টিক বর্জ্য ফেলে বা অনিয়ন্ত্রিত বালু উত্তোলন শুরু হয়, তাহলে এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিবেশ রক্ষার দিকেও নজর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা জানান, বিনোদন নিতে এসে যদি কেউ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে প্রসাশনের দৃষ্টি দিতে হবে।

Check Also

শেরপুরে কুপিয়ে এক মহিলাকে আহত করার অভিযোগ

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে রুবিয়া বেগমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us