Home / বিনোদন / নতুন নামে আসছে ‘স্পাইডার-ম্যান ৪’

নতুন নামে আসছে ‘স্পাইডার-ম্যান ৪’

 

শেরপুর নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের জনপ্রিয়তা কতখানি, তা নতুন করে বলার প্রয়োজন নেই। ভক্তদের জন্য সুখবর হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা আসতে চলেছে। তবে এবার খানিক অন্যরকম মোড়কে, নতুন নামে আসছে সিনেমাটি।

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইতোমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার নামও চূড়ান্ত করেছে সনি পিকচার্স। এবার নতুন নাম ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

একইসঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ‘দ্য হলিউড রিপোর্টার’ সূত্রে জানা গেছে, সোমবার ‘সিনেমাকন ফেস্টিভ্যালে’ আনুষ্ঠানিকভাবে ‘স্পাইডার-ম্যান ৪’-এর মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানান, এই প্রোজেক্টটি নিয়ে তিনি ভীষণ উৎসাহী। এর আগে তিনি ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ পরিচালনা করেছেন। তিনি নিজেও স্পাইডার-ম্যান চরিত্রের বড় ভক্ত।

‘স্পাইডার-ম্যান ৪’-এর নতুন নাম ঘোষণা ছাড়াও মুক্তির তারিখও চূড়ান্ত করা হয়েছে। ছবিটি আগামী বছর ৩১ জুলাই ২০২৬-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেতা টম হল্যান্ড ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আমার জীবনের একটি নতুন অধ্যায়।’’

পরিচালকের মতে, এই সিনেমাটি আগের সবগুলো সিরিজের থেকে আলাদা হবে। দর্শকদের জন্য এটি একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদী।

Check Also

বাড়ি ফিরে এখনো কেন কাঁদেন ঋতুপর্ণা সেনগুপ্ত

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও গুণী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খুব শিগগির মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us