শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে রুবিয়া বেগমকে (৪৫) আহত করার অভিযোগ উঠেছে ওয়েজ কুরনি (৩২), হাফিজার রহমান (৬০), আজিদ হোসেন (৩০) ও আবু কালামসহ ১০/১২ জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে বিশালপুর ইউনিয়নের পানিশারা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রুবিনা বেগম বাড়ির পাশে গাছ লাগিয়েছেন। গাছগুলোর পাতা ওয়েজ কুরনির ছাগল খেয়ে ফেলে। পরে রুবিনা বেগম ছাগলের মালিক ওয়েজকুরনিকে এই কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষন পরে ওয়েজকুরনি, হাফিজার রহমান, আজিত হোসেন, আবু কালামসহ ১০/১২ জন ধারালো অস্ত্র দা, বটি, লাঠি নিয়ে হামলা করে বটি দিয়ে কোপ দিলে রুবিয়া খাতুনের মাথা কেটে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।