Home / রাজনীতি / চূড়ান্ত হচ্ছে এনসিপির গঠনতন্ত্র, আসছে ধারাবাহিক কর্মসূচি

চূড়ান্ত হচ্ছে এনসিপির গঠনতন্ত্র, আসছে ধারাবাহিক কর্মসূচি

শেরপুর নিউজ ডেস্ক:

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারেনি। দলটির নেতাকর্মীরা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত হচ্ছে।

এ ছাড়া চলতি মাস থেকেই বিভাগীয় ও জেলায় জেলায় সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে নতুন দলটি। এর মাধ্যমেই দলের জনসমর্থন বুঝতে পারবেন নেতারা।

একই সঙ্গে চারটি দাবি নিয়ে মাঠের রাজনীতি শুরু করতে যাচ্ছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ, সংবিধান পুনর্লিখনে গণপরিষদ নির্বাচন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, দুই হাজার ছাত্র-জনতার হত্যা ও ৩১ হাজার মানুষকে আহতের বিচারে দাবিতে মাঠে নামছে দলটি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘বিভাগীয় সমাবেশের প্রস্তুতি চলছে। আর সংস্কার কমিশনের কাছে তো আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।

এনসিপি সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রয়োজনীয় সংখ্যক কার্যালয় নেওয়ার প্রস্তুতি চলছে। তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে চলতি মাস থেকেই দলটির জেলা-উপজেলা পর্যায়ে কমিটি হচ্ছে। দুই মাসের মধ্যেই যা সম্পন্ন করার লক্ষ্য।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত সেটাতেও কিন্তু কমিটি দেখাতে হয়।

জেলায় কার্যালয় দেখাতে হয়। ফলে আমাদের এক কাজের মধ্য দিয়ে দুটি কাজ অর্জন করতে চাইছি। এছাড়া আমাদের সদস্য সংগ্রহ চলছে। আমাদের সদস্য সংগ্রহ সপ্তাহ করার একটা পরিকল্পনা আছে।’
এদিকে দল গঠনের পর থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন দলে গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা।

Check Also

‘সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন’-নজরুল ইসলাম খান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনাদের কৌশল আমরা বুঝি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us