Home / খেলাধুলা / ২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

 

শেরপুর নিউজ ডেস্ক:

বায়ার্ন মিউনিখের জার্সিতে ২৫ বছর ধরে খেলছেন থমাস মুলার। অবশেষে দীর্ঘ এই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এই জার্মান স্ট্রাইকার। চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে চলেছেন বলে নিজেই জানিয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) এক্স-এ দেওয়া পোস্টে মুলার বলেন, ‘ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে যায় না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।’

এছাড়া ক্লাবের বিবৃতিতে নিজের অনুভূতি জানিয়ে জার্মান এই স্ট্রাইকার আরও বলেন, ‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।’

মুলার বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-০৯ মৌসুমে। গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গে ছিলেন এই স্ট্রাইকার। এ সময়ে মুলার বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন।

জার্মান ক্লাবটির হয়ে ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মুলার।

Check Also

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

  শেরপুর নিউজ ডেস্ক:   উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us